Sunday, March 1, 2015

Translate into another language to any language

Are you a student? Do you have time to read the English translation of the meaning or understanding of the problem is? Click on the link below and if your desired word, sentence or paragraph translation. Immediate / immediately (within a few seconds). 
Or have access to a web site? But do not understand English translation. As far as not being able to understand English; Just select all that. Then copy. Then paste the Google translate box to the left of the site. Choose the language in the box to the right of the site (the language you want to know the translation). As soon as you get your desired translation. For example, from the Arabic, Bengali, Bengali to English, English to Arabic, English to Bengali, Arabic, English, etc.
You can take the following steps.
আপনি কি একজন ছাত্র? আপনার কি ইংরেজি পড়ার সময় অর্থ বা অনুবাদ বুঝতে সমস্যা হচ্ছে? তাহলে এই লিংকটিতে ক্লিক করুন এবং জেনে নিন আপনার কাঙ্খিত শব্দ, বাক্য বা কোন প্যারাগ্রাফের অনুবাদ। তাৎক্ষনিক/সাথে সাথেই (মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই)।
অথবা কোন ওয়েব সাইটে প্রবেশ করেছেন? কিন্তু ইংরেজির অনুবাদ বুঝতে পারছেন না। ইংরেজির যতটুকু বুঝতে পারছেন না; ঠিক ততটুকু সিলেক্ট করুন। তারপর কপি করুন। তারপর পেস্ট করে দিন গুগল ট্রান্সলেটর বাম সাইটের বক্সে। ডান সাইটের বক্সে ভাষা নির্বাচন করুন (যে ভাষায় আপনি  অনুবাদ জানতে চান)। সাথে সাথেই পেয়ে যাবেন আপনার কাঙ্খিত অনুবাদ। যেমন : বাংলা হইতে আরবী, বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে আরবী, ইংরেজি থেকে বাংলা, আরবী থেকে ইংরেজী ইত্যাদি
নিচের পদক্ষেপগুলো গ্রহন করতে পারেন। 
১ ও ২ নং চিত্রঃ
এখানে দেখানো হয়েছে আপনি যে ওয়েব সাইট ব্রাউজ করছেন
সেই ওয়েব সাইটটি অন্য ভাষায় পাঠ করবেন কিভাবে?
ডান সাইটের ট্রান্সলেট বক্সে ক্লিক করে যে ভাষায় আপনি এই ওয়েব সাইটি পাঠ করতে চান
সে ভাষা নির্বাচন করুন যেমন এখানে আরবী ভাষা নির্বাচন করা হয়েছে।
২নং চিত্রঃ
এখানে আরবী নির্বাচন করায় ওয়েব সাইটটি বাংলা থেকে আরবীতে রুপান্তর হয়ে গেছে।

৩নং চিত্রঃ
এখানে কিভাবে এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করবেন তা দেখানো হয়েছে।
প্রথমে ট্রান্সলেট ক্লিক করতে হবে যা লাল বৃত্ত দ্বারা  চিহ্ন করে দেখানো হয়েছে। 
৪নং চিত্রঃ
বাম সাইটের পয়েন্টে ক্লিক করে ভাষা নির্বাচন করুন
যেমন এখানে ইংলিশ ভাষা নির্বাচন করা হয়েছে।
৫নং চিত্রঃ
এখানে ডান সাইটের ল্যাংগুয়েজ পয়েন্টে ক্লিক করে বেঙ্গলী নির্বাচন করা হয়েছে।
৬নং চিত্রঃ
এখানে বাম সাইটে একটি ছোট ইংরেজী প্যারাগ্রাফ কম্পোজ করা হয়েছে
এবং ডান সাইটে তার বাংলা অনুবাদ শো করছে।
৭নং চিত্রঃ
এখানে ডান সাইটের ল্যাংগুয়েজ পয়েন্টে ক্লিক করে আরবী ভাষা নির্বাচন করা হয়েছে।
৮নং চিত্রঃ
এখানে ডান সাইটে ঐ পূর্বের ইংরেজী প্যারাগ্রাফের আরবী ভাষায় অনুবাদ শো করছে।
৯নং চিত্রঃ
এখানে বাম সাইটে পূর্বের ঐ ইংরেজী প্যারাগ্রাফের উপরই বাম সাইটের ল্যাংগুয়েজ পয়েন্টে 
আরবী ভাষা নির্বাচন করা হয়েছে ফলে ইংরেজী প্যারাগ্রাফটি আরবী ভাষায় রুপান্তর হয়েছে
এবং ডান সাইটের ল্যাংগুয়েজ পয়েন্টে হিন্দি ভাষা নির্বাচন করায় বাম সাইটের
আরবী প্যারাগ্রাফটিরই হিন্দি ভাষায় অনুবাদ শো করছে।
আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।
এরপরও বুঝতে সমস্যা হলে বা কোন সুপরামর্শ থাকলে ফোন করুনঃ ০১৭১৪-৮৩৮৮৯৮

No comments:

Post a Comment